শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খুলনায় করোনার নমুনা পরীক্ষায় চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কাগজে কলমে করোনার নমুনা পরীক্ষায় খুলনা মেডিকেল কলেজে দুইটি আরটিপিসিআর মেশিন থাকলেও কার্যত নমুনা পরীক্ষা হচ্ছে একটিতে। কার্যক্ষমতার মেয়াদোত্তীর্ণ হওয়ায় অপরটি মাঝেমধ্যেই অকেজো হয়ে থাকছে। ফলে একটি মেশিন দিয়ে চলছে খুলনাসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের নমুনা পরীক্ষা। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন গড়ে এখানে সাড়ে ৬০০ নমুনা আসছে। গত এক সপ্তাহে এখানে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ১৭৮টি। জানা যায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ প্রতিদিন নমুনা পরীক্ষার জন্য ফ্লু কর্নারে ভিড় করছেন। আশেপাশের জেলা থেকেও সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য এখানে পাঠানো হয়। এছাড়া যারা করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন নির্দিষ্ট সময় পর তাদেরও নমুনা পরীক্ষা করতে হয়। ফলে অতিরিক্ত চাপে ঝুঁকি নিয়েই স্পর্শকাতর এ পরীক্ষা করতে হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, মার্চের মাঝামাঝি থেকে করোনা পিসিআর ল্যাবে চাপ বাড়ছে। বিদেশগামীদের নমুনা পরীক্ষায় একমাত্র কেন্দ্র হওয়ায় চাপ সামলাতে প্রতিদিন প্রতিটি পিসিআর মেশিনে একবারে ৯৪টি করে তিন থেকে চারবার নমুনা পরীক্ষা করতে হচ্ছে। অতিরিক্ত চাপে এর মধ্যে প্রথম মেশিনটি কয়েকবার নষ্ট হয়েছে। জরুরি ভিত্তিতে আরেকটি পিসিআর মেশিন না হলে করোনার নমুনা পরীক্ষায় জটিলতা দেখা দেবে।

সর্বশেষ খবর