শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন পাসপোর্ট সরবরাহ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিন পাসপোর্ট সরবরাহ করবে সরকার

যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভ্যাকসিন পাসপোর্ট সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, প্রযুক্তির দিক থেকে এ উদ্যোগটি বর্তমান পৃথিবীর বাস্তবতায় অগ্রসর উদ্যোগ। বর্তমান করোনা বাস্তবতায় যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়ে বিদেশ ভ্রমণ করবেন তাদের জন্য এটি হবে একটি নিরাপদ ডকুমেন্ট।

এটি নিয়ে আইসিটি বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।

সর্বশেষ খবর