শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আপাতত মুক্তি পাচ্ছেন না ইরফান সেলিম

নিজস্ব প্রতিবেদক

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। সেদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে তার জামিন বিষয়ে শুনানি হবে। গতকাল বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে গত ২৪ মার্চ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরে এই জামিন স্থগিতাদেশ প্রত্যাহারে গত মঙ্গলবার আবেদন করেন ইরফান সেলিম। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত ১৯ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেন।

সর্বশেষ খবর