বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এ জন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় এ উপনেতা।

বিবৃতিতে তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলাসহ প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টস নিয়োগ দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর