রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা
রাজধানীতে মাদকবিরোধী অভিযান

২৭ হাজার ৭০৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং র‌্যাব। অভিযানে ২৭ হাজার ৭০৭ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে ৩৪টি মামলা করা হয়েছে। ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম জানান, গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৫৬ গ্রাম হেরোইন, ৪০ লিটার দেশি মদ, ২৬ বোতল ফেনসিডিল, ২৯ কেজি ৪৬৫ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা ও ২ হাজার ৪৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথকভাবে এ অভিযানে অংশ নেয়। র‌্যাব-৩ সূত্র জানায়, গত শুক্রবার রাতে পল্টন এলাকার ভিআইপি রোড থেকে ১৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শাহ আপেল ইসলাম, মো. শহিদুল ইসলাম ও মো. কবির মিয়া। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তাদের তিনজনেরই গ্রামের বাড়ি রংপুরে। র‌্যাব-১০ সূত্র জানায়, গত শুক্রবার রাতে শ্যামপুর এলাকা থেকে ৫ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টুম্পা আক্তারকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর