বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের পুনর্নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের দুই পক্ষ। গতকাল দুপরে যশোর প্রেস ক্লাবের সামনে তাঁর পুনর্নিয়োগ দাবিতে আয়োজিত এ মানববন্ধন শেষ হওয়ার কিছুক্ষণ পর একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশের নেতৃত্বে ছাত্র-কর্মচারীদের আরেকটি অংশ। তারা সাবেক উপাচার্যের নানা অনিয়মের উল্লেখ করে তাঁকে পুনরায় উপাচার্য না করার দাবি জানান। প্রথম মানববন্ধন শেষে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশ বহিরাগত রাজনৈতিক নেতৃবৃন্দের প্ররোচনায় সদ্যবিদায়ী উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলছেন। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আন্তরিকভাবে কাজ করায় সরকার যখন তাঁর পুনর্নিয়োগের বিষয়টি বিবেচনা করছে, এ রকম পরিস্থিতিতে যড়যন্ত্রকারীরা তাঁর চরিত্রহননের চেষ্টা করছেন।’ পাল্টা কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশ একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা উপাচার্যের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বন্ধের দাবি জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর