শিরোনাম
রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

সেই নবজাতক রংপুর মেডিকেলে

চিকিৎসা নিয়ে আশাবাদী চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাত ৪ পা নিয়ে জন্ম নেওয়া নবজাতকটি এখন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসকরা আশাবাদী অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের অতিরিক্ত অঙ্গ অপসারণ করা সম্ভব। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এলেই নবজাতকটি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. বাবলু কুমার সাহা। এদিকে নবজাতকের দিনমজুর বাবা সন্তানের চিকিৎসার সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। শুক্রবার ভোরে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকন্দপুর গ্রামের মো.  গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা একটি ক্লিনিকে ৪ হাত ও ৪ পা বিশিষ্ট শিশু প্রসব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর