রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা
বিশ্ব শরণার্থী দিবস আজ

মর্যাদা নিয়ে নিজ মাতৃভূমিতে ফেরার অপেক্ষায় রোহিঙ্গারা

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব শরণার্থী দিবস আজ। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শরণার্থীদের প্রতি সহানুভূতি জানিয়ে এ দিবসটি পালন করা হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে এ দিবস। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০০১ সাল থেকে প্রতি বছর এ দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে বিশ্বে প্রায় ৬ কোটি মানুষ শরণার্থী হিসেবে রয়েছে। এটি বিশ্বের ইতিহাসে শরণার্থী সংখ্যার সর্বোচ্চ রেকর্ড। আর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা পুরোপুরি শরণার্থী মর্যাদা না পেলেও তাদের অবস্থা এর বাইরে কিছু নয়। নতুন-পুরাতন মিলিয়ে ১১ লাখ ১৮ হাজার ৫৫৭ জন রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩২টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে।

রোহিঙ্গাদের দাবি, শুধু প্রতি বছর শরণার্থী দিবস পালনে তারা অংশীদার হতে চান না। নিজ দেশে ফিরে বাংলাদেশের বোঝা হালকা করতে চান তারা।

বিশ্ব শরণার্থী দিবস সম্পর্কে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের অনেকে বলেছেন, নিপীড়নের শিকার হয়ে বাপ-দাদার ভিটেমাটি ছেড়েছি। জীবন ধারণের উপকরণসহ সবদিক দিয়ে সুখে থাকলেও মনটা পড়ে আছে রাখাইনে। তবে মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর জমি ফেরত পাওয়ার নিশ্চয়তার মতো বিষয়গুলো। আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখলে ফেরত যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন রোহিঙ্গারা।

উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প নেতা মো. হাশেম বলেন, মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে এসেছিলাম, এবার ফিরে যেতে চাই। সহযোগিতা যতই পাই না কেন, এভাবে জীবন ভালো লাগে না। রোহিঙ্গা বস্তিতে থাকলেও মনটা রাখাইনে পড়ে থাকে। আমরা স্বপ্ন দেখি রাখাইনে ফিরে যাওয়ার। তবে এবার মর্যাদা নিয়ে ফিরব, যাতে ফেরত আসতে না হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর