বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

উপহার-ভিক্ষায় ভ্যাকসিনের চাহিদা মেটানো অসম্ভব

নিজস্ব প্রতিবেদক

উপহার-ভিক্ষায় ভ্যাকসিনের চাহিদা মেটানো অসম্ভব

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে স্বাভাবিক জীবন-যাপন সম্ভব। আমাদের মতো জনবহুল দেশে উপহার আর ভিক্ষায় সংগৃহীত অপর্যাপ্ত টিকা দিয়ে করোনার মতো মহামারী মোকাবিলা সম্ভব নয়। ভ্যাকসিনের চাহিদা মেটানোও সম্ভব নয়। গতকাল পার্টির বনানী কার্যালয়ে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গ্রন্থের প্রকাশক আহসান আদেলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম প্রমুখ। এ সময় চেয়ারম্যানের উপদেষ্টা মীর আবদুস সবুর আসুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জি এম কাদের বলেন, টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিভিন্ন দেশ থেকে উপহারের ৫ থেকে ১০ লাখ টিকা পেয়ে স্বস্তির ঢেঁকুর তুলছেন স্বাস্থ্যমন্ত্রী। অথচ ১৮ কোটি মানুষের টিকা পাওয়ার বিষয়টি এখনো সম্পূর্ণ অনিশ্চিত। জাপা চেয়ারম্যান বলেন, আগামী প্রজন্ম এক সময় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জীবনী নিয়ে গবেষণা করবে। তখন ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইটি তরুণ প্রজন্মের কাছে সমাদিত হবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, করোনার সংক্রমণ বেড়েছে, হাসপাতালে জায়গা নেই। জুয়া আর ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। কারণ জড়িত সবাই সরকারদলীয় লোক। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বাংলাদেশ যত দিন থাকবে, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান অক্ষয় হয়ে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর