সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতেই কাঁচপুর শিল্পাঞ্চলে জলাবদ্ধতা

পানি নিষ্কাশনের খাল দখল করে গড়ে উঠেছে ভবন, দোকানপাটসহ অবৈধ স্থাপনা

মুহাম্মাদ আল আমিন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সামান্য বৃষ্টিতেই কাঁচপুর শিল্পাঞ্চলে জলাবদ্ধতা

বেদখল হয়ে গেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন শিল্পাঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র পথ ভাঙ্গা খাল -বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পাঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র পথ ভাঙ্গা খাল বেদখল হয়ে গেছে। এতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। খাল দখল করে গড়ে উঠেছে ভবন, দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এ কারণে স্বাভাবিক নিয়মে পানি সরতে না পারায় এলাকার শিল্পাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর ফলে শিল্প-কারখানার গতি কমে যাচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানের মালিকরা। তারা বলেছেন, ‘অচিরেই এর সমাধান না করা হলে শিল্পপ্রতিষ্ঠান বিসিকের বাইরে সরিয়ে নিতে বাধ্য হব।’ মালিকদের অভিযোগ, বিসিকের দেখভালের দায়িত্বে যারা রয়েছেন তারা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। শিল্পমালিকদের দাবি, দখল হওয়া কাঁচপুর খালটি উদ্ধার করতে পারলে এ সমস্যা নিরসন হবে।

জানা যায়, বাংলাদেশের অন্যতম বিসিক সোনারগাঁয়ে অবস্থিত কাঁচপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প (বিসিক) করপোরেশন। এখানে ৮৫টি শিল্প-কারখানা রয়েছে। আর এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মকর্তার সংখ্যা ৬৫ হাজারের বেশি। অথচ গুরুত্বপূর্ণ এই বিসিক শিল্পনগরীতে নেই কারও নজরদারি। সামান্য বৃষ্টি হলে বিসিক শিল্পনগরীর রাস্তায় হাঁটুপানি জমে যায়। পানিপ্রবাহের একমাত্র ভাঙ্গা খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। অব্যাহত দখলের কারণে খালটি সরু হয়ে ড্রেনের আকার ধারণ করেছে। ফলে ময়লা-আবর্জনা আটকে গিয়ে ঠিকভাবে পানি নিষ্কাশিত হতে পারছে না। তাই সামান্য বৃষ্টিতেই শিল্পাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক সময় পানিতে মালামাল নষ্ট হয়ে যায়। এতে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ওই খাল দিয়ে বিসিকের পানি শীতলক্ষ্যায় গিয়ে পড়ত। খালটি স্থানীয়রা বিভিন্ন স্থানে ভরাট করে দখল করে রেখেছে। ফলে সহজে পানি নিষ্কাশন করা যাচ্ছে না। পানি নিষ্কাশন না করতে পারায় অল্প বৃষ্টিতেই সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়। শ্রমিক, মালিক ও স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। গতকাল বিকালে গিয়ে দেখা যায়, দিনভর প্রবল বর্ষণে বিসিকের বিভিন্ন সড়ক তলিয়ে রয়েছে। শীতলক্ষ্যা নদীতে গিয়ে মিশেছে ভাঙ্গা খাল। একসময় খালটির প্রস্থ ছিল প্রায় ২০ ফুট। দখল হয়ে যাওয়ায় খালটি এখন নালায় পরিণত হয়েছে। ফলে খাল দিয়ে পানিপ্রবাহ প্রায় বন্ধের পথে। কাঁচপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প (বিসিক) শ্রমিক কামাল বলেন, ভাঙ্গা খাল দখল হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই শিল্পাঞ্চলের ভিতর আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে ২০ ফুটের খালটি এখন দুই ফুটে পরিণত হয়েছে। বিসিক শিল্পনগরীর বিসিক সড়কটি এক মাস ধরে পানির নিচে তলিয়ে আছে। খাল দখল করে বাড়িঘর ও দোকানপাট গড়ে ওঠায় এবং ড্রেনের পানি দ্রুত সরতে না পারায় মাঝেমধ্যে রাস্তায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিসিকের হাজার হাজার শ্রমিককে পানি মাড়িয়েই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।

কাঁচপুর বিসিক বাঁধন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ‘সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, যে কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। লাখ লাখ টাকার মালামালের ক্ষতি হচ্ছে। এখানে একটি খাল ছিল। খালটি এখন দখল হয়ে গেছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, পানি নিষ্কাশনের জন্য এই খালটি পুনরুদ্ধারের ব্যবস্থা নিন।’

কাঁচপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প (বিসিক) করপোরেশন সভাপতি আবদুস সবুর খান বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য আমাদের কোনো ফান্ড নেই। আমাদের বিসিক থেকে প্রতি বছর ২০ লাখ টাকা ট্যাক্স নিচ্ছে ইউনিয়ন পরিষদ। কিন্তু তারা কোনো খালের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না।’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, ‘বিসিকে আগে একটি সরকারি খাল ছিল। খালটা অবৈধভাবে দখল করা হয়েছে। আমি এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা না নিলে বড় রকমের ক্ষতির সম্মুখীন হবেন শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা। তাই যত দ্রুত সম্ভব সংকট দূরীকরণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর