সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

বৃষ্টি হলেই ডুবে যায় কুমিল্লা শহর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বৃষ্টি হলেই ডুবে যায় কুমিল্লা শহর

গতকাল সকালের বৃষ্টিতে প্লাবিত কুমিল্লা শহরের বেশিরভাগ সড়ক -বাংলাদেশ প্রতিদিন

একবেলার বৃষ্টিতেই প্লাবিত হয়েছে কুমিল্লানগরী। গতকাল সকালের এ বৃষ্টিতে নগরীর স্টেডিয়াম এলাকা, লাকসাম রোড, রেসকোর্স, চকবাজার, নিমতলী, বাগিচাগাঁওসহ প্রায় সবকটি অঞ্চল প্লাবিত হয়েছে। এতেকরে গৃহবন্দী হয়ে পড়েন মানুষ। এই বৃষ্টিতে নগরীর অন্তত ২ লাখ মানুষ টানা জলাবদ্ধতায় আটকে পড়েছেন। অভিযোগে জানা গেছে, এ ঘটনায় বেশির ভাগ বাসাবাড়ির নিচ তলায় পানি ঢুকে পড়েছে। ফ্রিজ, সোফাসহ ব্যবহৃত ফার্নিচার, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ফলে কেউ কেউ বৃষ্টির মধ্যেই অন্যত্র মালামাল সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি হাসপাতাল এলাকা, জরুরিসেবার আওতাভুক্ত সরকারি অফিস প্লাবিত হওয়ায় কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিশেষ করে কুমিল্লার খাদ্যগুদাম প্রায় চার ফুট সমান পানিতে ডুবে যাওয়ায় খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণও ডুবে রয়েছে। এতে বিড়ম্বনার শিকার হচ্ছেন রোগীরা। জলমগ্ন হওয়ায় কুমিল্লা বিসিকে খাদ্য উৎপাদন, ওষুধ তৈরিসহ প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ডুবে গেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড প্রাঙ্গণ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, টিঅ্যান্ডটি কার্যালয় প্রাঙ্গণ। এদিন ১১৪ মিমি বৃষ্টি হয়েছে কুমিল্লায়। সরেজমিন কুমিল্লা নগরীর বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, ঘর থেকে পানি সেচে বের করছেন বাসিন্দারা। অনেক বাসায় পানির পরিমাণ এত বেশি যে, সেচে বের করা সম্ভব হচ্ছে না। দোকানপাটে পানি ঢুকে পড়ায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। নিচু এলাকার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। ডুবে ডুবেই মাছ-তরকারি বিক্রি করছেন বিক্রেতারা। কুমিল্লা শিক্ষাবোর্ডের একাধিক কর্মকর্তা জানান, শিক্ষাবোর্ড প্রাঙ্গণসহ কলোনি এলাকায় কোমর সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসায় পানি ঢোকায় প্রয়োজনীয় আসবাব নষ্ট হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর