সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল হাটের উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল হাটের উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় কোরবানির উদ্দেশ্যে একটি গরু কিনে ডিজিটাল পশুর হাট উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি আসন্ন ঈদুল আজহায় করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে অনলাইনে পশু কেনাবেচার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী দেশে করোনা সংক্রমণকালে জনসমাগম এড়াতে হাটে না গিয়ে অনলাইনে পশু কেনাবেচায় মানুষকে অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ই-ক্যাব আয়োজিত ‘ডিএনসিসি ডিজিটাল পশুর হাট উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মো. তাজুল ইসলাম। ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার প্রমুখ অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ডিজিটাল প্ল্যাটফরম শুধু কেনাবেচা নয়, অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তাজনিত এবং যোগাযোগ ব্যবস্থাসহ অনেক বিষয়ে অবদান রাখছে। এ ব্যবস্থা শিগগিরই গ্রামগঞ্জেও  ছড়িয়ে যাবে। এ জন্য অনলাইনে কেনাকাটায় সবাইকে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন- ই-কমার্স আধুনিক বাণিজ্যিক পদ্ধতি যা দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে।

করোনা মহামারীতে ই-কমার্সের গুরুত্ব আরও বহুগুণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ই-ক্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসায় দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করা এবং ঘরবন্দী মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর