শিরোনাম
সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঢামেকে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন পিংকি নামে এক গৃহবধূ। শনিবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে তিন  ছেলে এক মেয়ে। সন্তানদের পিতা সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামের  সিরাজুল ইসলামের স্ত্রী পিংকি আক্তার। এর আগে তাদের মাহিন (৪) নামে এক পুত্র সন্তান রয়েছে। শিশুদের বাবা বাড্ডায় ইউনিলিভার কোম্পানিতে সেলস্ ম্যান হিসেবে চাকরি করেন। বাড্ডার সাঁতারকুলে থাকেন। স্ত্রী থাকতো গ্রামের বাড়ি। তিন মাস আগে স্ত্রীকে ঢাকায় এনে আমার কাছে রেখেছি। পরে হাসপাতালে ভর্তি করিয়েছি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন।  চার শিশু সাত মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজনও তুলনামূলক কম, একজনের ওজন এক কেজি ৩০০ গ্রাম, বাকি তিনজনের ওজন ৯৫০ গ্রাম করে। আমাদের এখানে তৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে তাদের। পর দিন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

 বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শিশুটির পরিবারের সদস্যরা যমজ চার সন্তান পেয়ে সবাই আনন্দিত। শিশুর বাবা বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। সন্তানদের যেন সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। তিনি বলেন, আমরা আর্থিকভাবে খুবই গরিব। প্রথম দিন বাইরের আইসিইউতে রেখে আত্মীয়স্বজনদের সহযোগিতা নিয়ে ৪৮ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। হাসপাতালের পরিচালকের সহযোগিতায় এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর