বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশি পাসপোর্টের ৬ ধাপ অবনমন

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্টের গ্রহণযোগ্যতার বৈশ্বিক সূচকে তিন মাসে বাংলাদেশি পাসপোর্টের ছয় ধাপ অবনতি ঘটেছে। গতকাল প্রকাশিত ওই সূচকে সুদান ও লেবাননের সঙ্গে বাংলাদেশের অবস্থান ১০৬তম। এপ্রিলে প্রকাশিত দ্বিতীয় ত্রৈমাসিক সূচকে এই অবস্থান ছিল ১০০তম। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। বিভিন্ন দেশে অভিবাসন ও নাগরিকত্ব নিয়ে কাজ করা সংস্থা দি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত তৃতীয় ত্রৈমাসিক সূচকে এ তথ্য জানানো হয়েছে। ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করা যায় এই মাপকাঠির ওপর ভিত্তি করে সূচকটি প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণ করা যায়। অন্যদিকে সবচেয়ে শক্তিশালী জাপানি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা যায় ১৯৩টি দেশে। সর্বশেষ সূচকে যৌথভাবে প্রথম দশে রয়েছে জাপান, সিঙ্গাপুর, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, স্পেনসহ ২৭টি দেশ।
এ ছাড়া শেষ দশে রয়েছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়াসহ ১১টি দেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর