রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা
বসুন্ধরার ত্রাণ বিতরণ অব্যাহত

তোমরাই হামারে সাহায্য দিলা

দিনাজপুর প্রতিনিধি

তোমরাই হামারে সাহায্য দিলা

বাড়িত এগনাও চাউল আছলোনাই মোর। মেলায় জাগাত ঘুরি মুই কুনো কিছু পাছুন নাই। বসুন্ধরা চাউল, ডাইল, তেল দিছে হামাক। হারা দোয়া করি মানুষগুলা বাঁচি থাকুক মেলায় দিন। গতকাল বিকালে দিনাজপুর সরকারি কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের ত্রাণ নিতে আসা বৃদ্ধা রাবিয়া খাতুন এমনই কথা বলেন। বিরলে লাঠিতে ভর দিয়ে পথ চলেন কালাচাঁদ রায়। বৃদ্ধ স্ত্রীকে সঙ্গে নিয়েই কাটছে জীবনের শেষ সময়টা। দুই ছেলে থাকলেও দেখভাল করেন না কেউ। বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা নিতে এসে তিনি বলেন, বুড়া হইয়া গেছি কেউ সাহায্য দেয় না। তোমরা হামারে সাহায্য দিলা, এলা হলুদ মরিচ দিয়া কয়দিন খাবার পারিম। বোচাগঞ্জের আবদুল জব্বার অসুস্থতার কারণে পরিশ্রম করতে পারেন না। পরিবারে তার এক ছেলে মাহাবুব আলম। বাবার অসুস্থতায় সংসারের হাল ধরেছেন ১৬ বছরের কিশোর। লেখাপড়া বাদ দিয়ে এখন কৃষিকাজ করে বাবা মায়ের দেখাশোনা করেন। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে জব্বার বলেন, একটা ছেলের কামাই দিয়া যা হয়, তাই খেয়ে চলি। আপনারা আমাদের সহযোগিতা করলেন, আপনাদের জন্য দোয়া করি। বসুন্ধরা গ্রুপের এই ত্রাণে ১০ দিন খেতে পারব। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে জলার বোচাগঞ্জ, বিরল ও দিনাজপুর সদরে এক হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় ত্রাণগ্রহীতারা এমন অভিমত ব্যক্ত করেন।

গতকাল বিকালে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর সরকারি কলেজ মাঠে অসহায় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় হুইপ ইকবালুর রহিম বলেন, যারা সমাজের ধনী, বিত্তশালী আছেন, তারা যদি সরকারের পাশাপাশি এগিয়ে আসেন, তাহলে আমরা অনেক মানুষের ক্ষুধার যন্ত্রণা থেকে রক্ষা করতে পারব। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি তার দীর্ঘায়ু কামনা করি।

এ সময় আরও বক্তৃতা করেন পুলিশ সুপার আনোয়ার হোসেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন সদরের নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, সহসভাপতি জাকের বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে বিরলে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শুভসংঘ দিনাজপুরের আয়োজনে বিরলের ভান্ডারা ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা। উপস্থিত ছিলেন, ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বিরল উপজেলা যুবলীগের দফতর সম্পাদক মাহেশ চন্দ্র রায় প্রমুখ। সকালে বোচাগঞ্জের সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল। উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিকাশ চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মো. মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

আজ রবিবার ফুলবাড়ী, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় অসহায়, দুস্থ মানুষের মাঝে দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর