মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও সূচক ও লেনদেনে উত্থান

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক ও লেনদেনে উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৬২.৪১ পয়েন্ট। ডিএসইতে ২ হাজার ৭৭৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস রবিবার থেকে ৬৭  কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৬  কোটি ৩১ লাখ টাকার। ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৮৩টির এবং ২৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা কমে ১০৬ টাকা ৬০ পয়সা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে ছিল লাফার্জহোলসিম সিমেন্ট ও তৃতীয় অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক। লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, রিং শাইন টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১.৩১ পয়েন্টে। সিএসইতে ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর  বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর