বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
এক দিনে ৮০ ভাগ কোম্পানির দরপতন

চার কোম্পানির লেনদেন তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক

এক দিনে প্রায় ৮০ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগের দিন উত্থান হলেও চলতি সপ্তাহের এই নিয়ে দুই দিন সূচক কমেছে শেয়ারবাজারে। গতকাল ডিএসইতে ৭৭ পয়েন্টের বেশি সূচক কমে। সপ্তাহের প্রথম দিনসহ দুই দিনে সূচক কমেছে ১৩৩ পয়েন্ট। এদিকে ডিএসইতে তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওটিসি মার্কেট থেকে কিছুদিন আগে মূল মার্কেটে ফেরানো কোম্পানিগুলো হলো তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, মুন্নু ফেব্রিকস। তদন্তের খবরে গতকাল কোম্পানিগুলোর শেয়ার দর বড় ধরনের পতন হয়। দিনের লেনদেনে ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দও বেড়েছে মাত্র ৫২টির। ৭৯.৭৯ ভাগ কোম্পানি বা ৩০০টি প্রতিষ্ঠানের দর এক দিনে কমেছে। অপরিবর্তিত ছিল ২৪টির বা ৬.৩৮ শতাংশের দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৭ পয়েন্ট কমে ৭ হাজার ১৪০ পয়েন্টে নেমে গেছে। সূচকের বড় পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা  বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৬ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে  লেনদেন হয় ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার।  কোম্পানিটির ১১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে।

 দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেড ৮৯ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২৭টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর