মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারের লেনদেন নামল ২ হাজারের নিচে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথমদিনে দরপতন হলেও উত্থানে ফিরেছে  শেয়ারবাজার। গতকাল শেয়ারবাজারের সব সূচক  বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন দুই মাসের মধ্যে সবচেয়ে কম দুই হাজারের নিচে নেমে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।  ডিএসইতে দিনের লেনদেন শেষে ১৭৪টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দাম বেড়েছে, দাম কমেছে ১৬৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন রবিবারের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২০৫ পয়েন্টে উঠে এসেছে। সূচকের কিছুটা উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা। রবিবার লেনদেন হয় দুই হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসেবে  লেনদেন কমেছে ২৭১ কোটি ২১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৯০ পয়সা বেড়ে  শেয়ার দর হয়েছে ১৩৬ টাকা ৩০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৭৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৯০ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম  বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

সর্বশেষ খবর