শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হাটহাজারীতে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটি কুলিং কর্নার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। গতকাল উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে এই অগ্নিকান্ড ঘটে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। তবে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, ঝন্টুর কুলিং কর্নারে ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ছিল। সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর