সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নীলিমা ইব্রাহিমের শততম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

নীলিমা ইব্রাহিমের শততম জন্মদিন আজ

বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী, শিক্ষাবিদ ও নারী জাগরণের অগ্রদূত প্রয়াত ডক্টর নীলিমা ইব্রাহিমের শততম জন্মদিন আজ। মহান মুক্তিযুুদ্ধের অন্যতম প্রামাণ্য দলিল ‘আমি বীরাঙ্গনা বলছি’সহ বহু গ্রন্থের রচয়িতা তিনি। ১৯৯৬ সালে রোকেয়া পদক, ২০০০ সালে একুশে পদক এবং ২০১১ সালে স্বাধীনতা পদক পান তিনি। এ ছাড়াও ১৯৬৯ সালে প্রবন্ধ-গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কারসহ বহু দেশি-বিদেশি সম্মাননা অর্জন করেন। ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৭২ সালে অধ্যাপক হন। ১৯৭৪-৭৫ সালে তিনি বাংলা একাডেমির অবৈতনিক মহাপরিচালক ছিলেন। অধ্যাপক নীলিমা ইব্রাহিম ২০০২ সালের ১৮ জুন মৃত্যুবরণ করেন। আজ তাঁর শততম জন্মদিনে বামস বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হবে। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। এ ছাড়া বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর