শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুজন আটক হয়েছে। তারা হলেন- আবদুল মান্নান ও কাজী সোলাইমান হোসেন জনি। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে র‌্যাব ও এনএসআইয়ের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ সূত্র জানায়, তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র এবং পরীক্ষার প্রবেশপত্র জব্দ করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। মান্নান বেকার যুবকদের অভিভাবকদের টাকার বিনিময়ে সরকারি বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। এ প্রলোভনে রাজি হলে সে চাকরিপ্রত্যাশীর জীবনবৃত্তান্ত সংগ্রহ করে। তারপর চাকরিপ্রার্থীর যোগ্যতা অনুযায়ী অভিভাবকদের বিভিন্ন সরকারি পদে চাকরির প্রস্তাব দেয়। এভাবে একটি সরকারি পদে চাকরি দেওয়ার জন্য তারা প্রার্থী প্রতি ৫ থেকে ১০ লাখ টাকা নিয়ে থাকে। অভিভাবকদের সঙ্গে প্রাথমিক বোঝাপড়ার পর চুক্তি অনুযায়ী তারা প্রথমে অর্ধেক টাকা নিয়ে নেয় এবং বাকি টাকা নিয়োগপত্র পাওয়ার পর দিতে হবে মর্মে চুক্তি করে।

এরপর সে প্রার্থীকে কাজী সোলাইমান হোসেন জনির কাছে নিয়ে যায় এবং তিনি নিজেকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর