শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তথ্যপ্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একইসঙ্গে তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে হবে। গতকাল  চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। দীপু মনি আরও বলেন, প্রযুক্তির যাতে অপব্যবহার না হয় সে জন্য পারিবারিক, সামাজিক, শিক্ষাব্যবস্থা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। নতুন প্রজন্ম যেন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার করে সেজন্য পাঠদানের পাশাপাশি মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর