শিরোনাম
বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আয়কর দিবসে রিটার্ন দাখিলে করদাতার ঢল

সময় বাড়ল আরও এক মাস

নিজস্ব প্রতিবেদক

আয়কর দিবসে রিটার্ন দাখিলে করদাতার ঢল

জাতীয় আয়কর দিবসে গতকাল কর অফিসগুলোতে ব্যক্তি-শ্রেণির করদাতার ব্যাপক ঢল নেমেছিল -বাংলাদেশ প্রতিদিন

জাতীয় আয়কর দিবসে গতকাল সারা দেশের কর অফিসগুলোতে ব্যক্তি-শ্রেণির করদাতাদের ব্যাপক ঢল নেমেছিল। বিশেষ করে রাজধানীর সব কর অঞ্চলে দিনভর করদাতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। করদাতারা রিটার্ন দাখিলের শেষ সময়ে জরিমানা এড়াতে তাদের রিটার্ন জমা দিয়েছেন। এদিকে গতকাল এক ঘোষণায় জানানো হয়, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগান সামনে রেখে ১৪তম জাতীয় আয়কর দিবস পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উপলক্ষে গতকাল সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবনের সামনে এনবিআর আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন করেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআর জানিয়েছে, প্রতিষ্ঠানটির ৩১টি কর অঞ্চলে একযোগে আয়কর দিবস পালিত হয়েছে। চলমান বৈশ্বিক মহামারী কভিড-১৯ পরিস্থিতিতে জনসমাগমের ঝুঁকি বিবেচনায় আয়কর দিবসে র?্যালি করছে না এনবিআর। তবে দিবসটি উপলক্ষে সব আয়কর অফিস সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আয়কর দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করেছে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ আয়োজন রেখেছে। ২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস পালিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি পালিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এ দিনই ব্যক্তি-শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন। দেশের ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। শেষ দিনে আয়কর অফিসেও করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

তবে নির্ধারিত ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আবেদন সাপেক্ষে করদাতারা চাইলেই সময় বৃদ্ধির সুযোগ পাবেন। আয়কর অধ্যাদেশ অনুযায়ী জরিমানা, করের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ কিংবা করের টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ আরোপ করতে পারবে। কয়েক বছর আগেও প্রতিবার রিটার্ন জমার সময় বাড়ানো হতো। কিন্তু ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত বছর করোনা মহামারীর কারণে সময় এক মাস বৃদ্ধি করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর