বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে বাংলাদেশ-ভারত

--- সহকারী ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 চট্টগ্রামে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, মুম্বাই হামলা মোকাবিলায় বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সঙ্গে এ হামলার অনেক মিল রয়েছে। এ প্রেরণা থেকেই ওই সন্ত্রাসী হামলা দমন করা হয়েছে। বাংলাদেশ ও ভারত সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। গতকাল বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শওকত বাঙালী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দীপংকর চৌধুরী কাজল। আলোচনা সভার শুরুতে লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবিরের ‘জিহাদ ত্রয়ী’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর