বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল আইনে দুই আইনজীবী কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনে ময়মনসিংহে বিএনপিপন্থি দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এমন নির্দেশনা দেন। ওই দুই আইনজীবী হলেন উছমান গনি মল্লিক ও তোফাজ্জল হোসেন। অন্যদিকে জেলা বারের সাবেক সভাপতি নুরুল হকসহ বাকি নয় আইনজীবীর জামিন বহাল রেখেছে আদালত। গত সন্ধ্যায় মামলার বাদী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান দেওয়ার অভিযোগ এনে ১৪ সেপ্টেম্বর রাতে ১১ আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

মামলাসূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাই কোর্ট বেঞ্চ থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন বিএনপিপন্থি ১১ আইনজীবী। এদিকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাই কোর্টের নির্দেশনামতে ১৬ নভেম্বর ছিল আত্মসমর্পণের পর জামিন শুনানির দিন। পরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন ৩০ নভেম্বর পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর