শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিভাগীয় সমাবেশ ঘিরে চাঙা বরিশাল বিএনপি

রাহাত খান, বরিশাল

বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ আজ। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশের সব বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে বরিশালে এ বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে কয়েক দিন ধরে দফায় দফায় প্রস্তুতি সভা করে ব্যাপক লোকসমাগমের পরিকল্পনা করেছে দলটি। এতে চাঙা হয়ে উঠেছেন নেতা-কর্মীরা। তবে সমাবেশ বাধাগ্রস্ত করতে জেলার গৌরনদী-আগৈলঝাড়া এবং ঝালকাঠিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আর শেষ সময়ে প্রশাসনের পক্ষ থেকে ভেন্যু পরিবর্তন করায় কিছুটা বিপাকে পড়েছেন আয়োজকরা। আজ দুপুর ২টায় বিভাগীয় এ সমাবেশের আয়োজক বরিশাল মহানগর ও জেলা বিএনপি। বিভাগের অন্য পাঁচ জেলা এ সমাবেশে সহযোগিতা করছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিভাগের বিএনপি দলীয় সাবেক এমপি ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘জিলা স্কুল মাঠে সমাবেশ আয়োজনের অনুমতির জন্য জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। তারা মৌখিকভাবে জিলা স্কুল মাঠে সমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছিলেন। সে লক্ষ্যে জিলা স্কুল মাঠে সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে বুধবার রাতে কোতোয়ালি থানার ওসি বিএনপি নেতাদের জানান জিলা স্কুলে আজ পরীক্ষা আছে বিধায় জিলা স্কুল মাঠে সমাবেশ করা যাবে না। জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে বাঁধ রোডের ঈদগাহ ময়দানে সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।’

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, ‘জিলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পর সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সমাবেশস্থল জানিয়ে দেওয়া হয়েছে। শেষ সময়ে ভেন্যু পরিবর্তন করায় এ খবর সব জেলা, উপজেলা ও ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।’

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিভাগীয় সমাবেশ যাতে সুশৃঙ্খল ও নিরাপদ হয় পুলিশ বিষয়টি খেয়াল রাখবে এবং সে অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেবে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর