শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে : রিজভী

মহল বিশেষের গভীর চক্রান্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাদের নামে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীন গোষ্ঠীর মদদে কিছু অপপ্রচারকারী ও অসত্য প্রচারণায় লিপ্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি ও দলের শীর্ষস্থানীয় নেতাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। দলের এই মুখপাত্র বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের অংশ হিসেবে ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’ নামে ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। যার সঙ্গে বিএনপির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অনেক ফেসবুক পেজ থেকেও বিএনপি  নেতাদের সম্পর্কে অবিরাম অসত্য তথ্য ও বক্তব্যের ধারাবর্ষণ চলছে। ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’সহ এসব ভুয়া ফেসবুক সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রিজভী আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর