শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম। গতকাল সকাল ১০টায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে শুরু হয় বুস্টার ডোজের কার্যক্রম। সিলেটে কেবল এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে দেওয়া হয় বুস্টার ডোজ। প্রথম দিন গতকাল বিকাল ৩টা পর্যন্ত বুস্টার ডোজ নেন প্রায় ২০০ জন। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আপাতত গণহারে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে না। যাদের করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পেরিয়েছে তাদেরই বুস্টার ডোজের বিবেচনায় আনা হচ্ছে। ঢাকায় স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায় থেকে বুস্টার ডোজ প্রদানের জন্য ৬ হাজার ৩৩৩ জনের তালিকা সিলেটে পাঠানো হয়েছে। এ তালিকা ধরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ডা. জাহিদ জানান, যারা বুস্টার ডোজ নেবেন তারা কেন্দ্রে আসার আগে সুরক্ষা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কার্ডটি প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে। নতুন টিকা কার্ডে বুস্টার ডোজ কলাম সংযোজন করা হয়েছে।

সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, যাদের টিকা কার্ডে কেন্দ্র সিলেট পুলিশ লাইনস হাসপাতাল উল্লেখ থাকবে তাদেরও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। কারণ পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্র আপাতত বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর