শিরোনাম
শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গুমের শিকার ব্যক্তিদের বাড়িতে পুলিশি হয়রানি চলছে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের বাড়িতে গিয়ে বা পরিবারের সদস্যদের থানায় ডেকে নিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। সরকার গুমের শিকার হওয়া পরিবারের প্রতি অমানবিক, নিষ্ঠুর ও বর্বরোচিত আচরণ শুরু করেছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার উল্লেখ করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিবৃতিতে মান্না বলেন, সম্প্রতি জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসেপিয়ারেন্সেস বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ এবং তাদের ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এরপর সরকারি বিভিন্ন সংস্থা গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে কিংবা তাদের থানায় নিয়ে সাদা কাগজে জোর করে স্বাক্ষর করানোসহ বিভিন্নভাবে হয়রানি করছে। মান্না অভিযোগ করে বলেন, গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছ থেকে জোর করে ‘ইচ্ছাকৃতভাবে আত্মগোপন’ কিংবা ‘হারিয়ে যাওয়া’ বা ‘নিখোঁজ হওয়া’ শব্দগুলো ব্যবহার করে কাগজে জোর করে স্বাক্ষর আদায় করার চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর