বসন্ত আর ভালোবাসা দিবসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকদের। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রাণের খেলায় মেতে উঠেছিল তারুণ্য। ফুলের দোকানগুলোতেও ছিল ভিড়। ১০ টাকার ফুল ৫০-১০০ টাকায় বিক্রি হয়েছে। এ উৎসব শহর ছেড়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রে নেমেছিল পর্যটকের ঢল। কেউবা সপরিবারে আবার কেউ ভালোবাসার মানুষটির হাত ধরে ছুটে আসেন পর্যটন কেন্দ্রে। সব মিলিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে তৈরি হয়েছিল বাসন্তী ভালোবাসার আবহ। গতকাল সকাল থেকে সিলেটের জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুল, চা-বাগান, সুনামগঞ্জের নিলাদ্রি, শিমুলবাগান, টাঙ্গুয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, লাউয়াছড়া, মাধবপুর লেক, মাধবকুন্ড, হবিগঞ্জের সাতছড়ি উদ্যানসহ সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় জমতে থাকে। দিনভর পর্যটন কেন্দ্রগুলো ছিল মুখর। সিলেটের স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকেও পর্যটকরা বেড়াতে আসেন এসব স্থানে।
কলাপাড়া (পটুয়াখালী) : শুধু প্রেমিক-প্রেমিকা জুটি নয়, ভালোবাসার টানে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘুরতে আসে অনেকেই। বিশ্ব ভালোবাসা দিবসে আনন্দ-উন্মাদনায় পুরো সৈকতজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে কেউ সাঁতার কাটছেন। কেউবা নোনা পানিতে পা ভিজিয়েই আনন্দে আত্মহারা। কেউ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন। অবার কেউ কেউ মনের সেই জমানো, অব্যক্ত কথাগুলো প্রকাশ করছেন। কুয়াকাটার সৈকতে এ যেন কাপল মেলা বসেছে। তবে পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বিশ্ব ভালোবাসা দিবসে গত বছরের চেয়ে এ বছর পর্যটকের সংখ্যা খুব কম। আগত এসব পর্যটকের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
কুয়াকাটার সৈকত ঘুরে দেখা গেছে, লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিস্ত্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, রাখাইন তাঁতপল্লী, শুঁটকি পল্লী, ফিশ ফ্রাই পল্লী ও আলীপুর-মহিপুর মৎস্য বন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি।
দিনাজপুর : দিনাজপুরে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে ছিল রঙিন বসন্তের উচ্ছ্বসিত ছোঁয়া। ঋতুরাজ বসন্ত বরণ করে নিতে প্রাণের খেলায় মেতে উঠেছিল রঙিন তারুণ্য। ফুলের দোকানগুলোতেও ছিল ভিড়। তাই ১০ টাকার ফুল হয়েছিল ৫০-১০০ টাকায় বিক্রি। আর এই উৎসব শহর ছেড়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে।
দিনাজপুরে শীতের বিদায় আর বসন্ত বরণ করে নিতে রঙিন হাওয়ায় নিজেদের প্রতিভা মেলে ধরতে মেতেছে নানা বয়সী নারীরা।