সম্পূর্ণ রূপ পাল্টিয়ে সাদা মলাটে চলাচল শুরু করেছে বিজয় এক্সপ্রেস ও উপকূল ট্রেন। শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বগিতে বিজয় এক্সপ্রেস ১৪টি কোচ নিয়ে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে এবং ঢাকা-নোয়াখালী উপকূল এক্সপ্রেস ১৬টি কোচ নিয়ে গতকাল সোমবার থেকে পৃথক দুটি রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল করেছে। এ দুটি ট্রেনেই রেলওয়ের সবচেয়ে প্রেস্টিজিয়াস আধুনিক ও উচ্চ গতির ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলো যুক্ত হয়েছে। তাছাড়া দুটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। একই দিন থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করে। বিকাল পৌনে ৩টায় নতুন কোচ উপকূল ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং এর আগে সকাল ৯টায় চট্টগ্রাম থেকে বিজয় ট্রেন উদ্বোধন করেন রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) সরদার শাহাদাত আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়েতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি প্রায় প্রতিটি ট্রেনই নতুন কোচে চলাচল করছে। যাত্রীদের সেবার মান উন্নয়নে পুরনো কোচ পরিবর্তনে রেল প্রশাসন কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে প্রতিটি ট্রেনেই আরও পরিবর্তন আসবে।
পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, বিজয় এক্সপ্রেসে ১৪টি বগির মধ্যে ৫টি এসি ও ৫টি শোভন চেয়ার। এ ছাড়াও থাকবে পাওয়ার কার এবং গার্ড ব্রেক। অন্যদিকে উপকূল এক্সপ্রেসে থাকবে ১৬টি বগি। নতুন সময়সূটি অনুযায়ী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টায়, ময়মনসিংহে পৌঁছবে বিকাল ৫টা ৩৫ মিনিটে। পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে, সিলেট পৌঁছবে বিকাল ৪টা ৩০ মিনিটে। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে বিকাল ৫টায়।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন থেকে পিএইচটি টাইপে পুরনো বগিতে চলছিল বিজয় ও উপকূল এক্সপ্রেস। এই দুই রুটের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বগির। শেষ পর্যন্ত রেলওয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে এ দুটি ট্রেনের বগি পরিবর্তন করা হয়। এ দুই রুটে আগে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বগি ছিল না। দীর্ঘদিন পর ময়মনসিংহ ও নোয়াখালীবাসীর এই স্বপ্নও পূরণ হলো। উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৬টায়, ঢাকায় পৌঁছে ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টা ২০ মিনিটে ও পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে। ময়মনসিংহ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে বিকাল ৫টা ৩০ মিনিটে। চট্টগ্রাম থেকে যাত্রা করে সকাল ৭টা ২০ মিনিটে ও ময়মনসিংহ পৌঁছে বিকাল ৩টা ৫৫ মিনিটে।