শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে। জীবন-জীবিকা নির্বাহে নাভিশ্বাস উঠছে শ্রমজীবী মেহনতি মানুষের। সরকার বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুকের পরিচালনায় আরও বক্তৃতা করেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি মোস্তফা কামাল, এইচ এম রফিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর