শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত, দুই কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় খানজাহান আলী থানার যোগীপোল এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হয়েছেন। এ ঘটনায় শামীমুল হোসেন সিয়াম (১৪) ও সাজ্জাত শেখ (১৩) নামে দুই কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা যোগীপোল আদর্শ নুরানীয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী। শামীমুল ফরিদপুর জেলার কামালদিয়া গ্রামের রাকিব হোসেনের ছেলে ও সাজ্জাত গোপালগঞ্জ কাজলিয়া গ্রামের কাজল শেখের ছেলে। গতকাল সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি যোগীপোল মাদরাসার সামনে পৌঁছলে ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফের ঠোঁট ও মুখ ফেটে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ে পুলিশ ওই দুই মাদরাসা ছাত্র সিয়াম ও সাজ্জাদকে আটক করে। তিনি বলেন, গত এক মাস ধরে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। এদিকে আটক হওয়া সাজ্জাদ শেখ জানান, রাস্তার ওপরে কয়েকটি কুকুর মারামারি করছিল। তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে সেখান থেকে একটি পাথর ট্রেনে গিয়ে লাগে। ভয়ে সে সেখান থেকে পালিয়ে মাদরাসায় চলে আসে। পরে পুলিশ তাকে আটক করে রেলওয়ে থানায় নিয়ে আসে।

সর্বশেষ খবর