শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জাতীয় রপ্তানি ট্রফি পেল হা-মীম গ্রুপসহ ৬৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রপ্তানি ট্রফি পেল হা-মীম গ্রুপসহ ৬৬ প্রতিষ্ঠান

পণ্য ও সেবা খাতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ

পণ্য ও সেবা খাতে বিশেষ অবদান ও সর্বোচ্চ রপ্তানি আয় করায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপসহ ৬৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হলো জাতীয় রপ্তানি ট্রফি। এর মধ্যে তৈরি পোশাকের ওভেন ক্যাটাগরিতে স্বর্ণপদক পায় হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের  সাবেক সভাপতি এ কে আজাদ ট্রফি গ্রহণ করেন।  গতকাল বিকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসব ট্রফি তুলে  দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রপ্তানি খাতে অবদান রাখায় ২৭টি খাতের ৬৫ প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিভিন্ন খাতে অবদানের জন্য ১৭টি স্বর্ণ, ২৩টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর