শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অবশেষে শুরু হচ্ছে জনশুমারি তথ্য সংগ্রহ ১৫ থেকে ২১ জুন

নিজস্ব প্রতিবেদক

অবেশেষে শুরু হচ্ছে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কাজ। আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত মাঠপর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা জানান, আগেও জনশুমারির তথ্য সংগ্রহের তারিখ বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। দেশব্যাপী একযোগে সাত দিন জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে। এজন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট ক্রয় করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ ২০২২ সুসম্পন্ন হলে এর রিপোর্ট স্বল্প সময়ে প্রকাশ করা সম্ভব হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ বাস্তবায়ন করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার অভিপ্রায়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রথম ‘ডিজিটাল শুমারি’ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। এবারের শুমারিতে জিআইএস  ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’ এর মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। মাঠ পর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত চলবে। অর্থাৎ ১৫-২১ জুন ‘শুমারি সপ্তাহ হিসেবে এবং ১৪ জুন ২০২২ তারিখ দিবাগত রাত ১২টা (শূন্য মুহূর্ত ১৫ জুন)-কে শুমারি রেফারেন্স পয়েন্ট/সময় হিসেবে বিবেচনা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর