শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গ্যাস উত্তোলনে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বাপেক্স-এর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে গ্যাসের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে গ্যাস সরবরাহের পুরাতন পাইপলাইন দ্রুত প্রতিস্থাপনের জন্য সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষার কাজ দ্রুততম সময়ে শেষ করার সুপারিশ করা হয়। এ ছাড়া ভোলায় আবিষ্কৃৃত প্রাকৃতিক গ্যাসের মজুদ, উত্তোলন ও ব্যবহারের বিষয়ে গৃহীত পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

সংসদ ভবনে গতকাল ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস,এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশগ্রহণ করেন। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, অধীনস্থ সংস্থাসমূহের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর