চলতি বছরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে গতকাল। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পিডিবি পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বছর ২৭ এপ্রিল রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘গত রাত ৯টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৪ হাজার ১ মেগাওয়াট। চাহিদা
অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না। এ মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের।’