বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাজাকারের তালিকা সংসদীয় কমিটিতে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা-উপজেলা ভিত্তিক রাজাকারদের তালিকা প্রণয়নের কাজ চলছে। মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটিতে গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজাকারদের আংশিক একটি তালিকাও উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সুযোগ-সুবিধা সংবলিত একটি খসড়া বৈঠকে উপস্থাপিত হয়। তবে কমিটি সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন/অগ্রগতির সুনির্দিষ্ট তথ্য না থাকায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে জামুকায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে এক সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে চলমান প্রকল্প, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহনকারী এম ভি ইকরাম জাহাজের সংরক্ষণের পরিকল্পনা, অপারেশন জ্যাকপট-স্মৃতি রক্ষার পরিকল্পনাসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জামুকার গৃহীত পদক্ষেপগুলোর বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে ৯ নম্বর সাবকমিটির প্রতিবেদন জমাদানের সময় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে রাজাকার, আলবদর ও স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রণয়নের অগ্রগতি, মুক্তিযোদ্ধা দিবস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোয় লিফট স্থাপনের অগ্রগতি, স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর