পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ২০১৭ সালে বাঁধ নির্মাণে দুর্নীতিতে জড়িত থাকায় আটজন প্রকৌশলীকে আমরা সাসপেন্ড করেছিলাম। তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছিল। এবারও যদি কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমরা এখানে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। সবার সহযোগিতা পেলে প্রধানমন্ত্রীর স্বপ্ন সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে পারব। গতকাল দুপুরে সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৭ সালের চেয়ে এবার বন্যা বেশি হয়েছে। কিন্তু (বাঁধের) কাজের মান ভালো হওয়ায় সে ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা সাহায্য-সহযোগিতা করব। সব মিলিয়ে খাদ্যশস্যের মজুদের ওপর হাওরের ক্ষয়ক্ষতির কোনো প্রভাব পড়বে না। খাদ্যশস্যের দাম বাড়ার কোনো সুযোগ নেই।
প্রতিমন্ত্রী বলেন, হাওরের ধান রক্ষায় সরকার সব সময় কৃষকের পক্ষে কোটি কোটি টাকা দিয়ে থাকে। সেই টাকার কাজ হয় কি না সেটি দেখতে হবে। আমরা এখানে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করছি।