শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ভবন থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৮টায় ফার্মগেট গ্রিনরোডে বিশ্ববিদ্যালয়ের সাত তলা ভবন থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী। তার নাম ইমাম হোসেন (২৩)। তিনি কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক নাদিম আহমেদ জানান, গতকাল সকাল ১০টায় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ছিল। ইমাম তার পূর্ব রাজাবাজার বাসা থেকে সকাল সাড়ে ৭টার দিকে ভার্সিটিতে চলে আসে। তার কিছুক্ষণ পর ভবনটির লিফটের সপ্তম তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। জানা গেছে, ইমাম হোসেন ভোলার লালমোহন উপজেলার আক্তার হোসেনের ছেলে।

এদিকে গতকাল বিকালে পুরান ঢাকার আলুবাজার পুকুর পাড় এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ছাড়া গতকাল সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনের একটি নির্মাণাধীন নয় তলা ভবনের আট তলার বাইরের অংশের মাচাং থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শিমুল হোসেন (৩০)। তিনি কুড়িগ্রামের সদর উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক আজিজুল হকের ছেলে। তিনি চন্দ্রিমা উদ্যান মডেল টাউনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর