রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

বেতন বৈষম্য দূর না করলে ১ জুলাই থেকে গণকর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আগামী বাজেট অধিবেশনে বেতন বৈষম্য দূরীকরণে আলটিমেটাম দিয়েছে গণকর্মচারী ঐক্য পরিষদ। অধিবেশনে বেতন কমিশন গঠনসহ তাদের পাঁচ দফা দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ১ জুলাই থেকে সারা দেশে লাগাতার গণকর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন পরিষদের প্রধান সমন্বয়ক নোমানুজ্জামান আল আজাদ। তিনি বলেন, অবিলম্বে ১০ ধাপে বেতন নির্ধারণ কমিশন গঠন, অন্তর্বর্তী ব্যবস্থায় ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধিসহ সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে।  ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সেলিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. ছালজার রহমান, বাদল খান, কামরুল আহসান, বদরুল আলম সবুজ, মো. নুরুন্নবী, মো. মানিক মৃধা প্রমুখ।

সভায় নোমানুজ্জামান আল আজাদ বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্বিষহ অবস্থায় গণকর্মচারীদের জীবন সীমাহীন আর্থিক সংকটে পড়েছে। তিনি অন্তর্বর্তী ব্যবস্থায় ৬০ শতাংশ মূল বেতন বৃদ্ধি, ১০ ধাপে বেতন নির্ধারণসহ ৫ দফা মেনে নেওয়ার জন্য ১৫ লাখ গণকর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর