রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

বন্যাদুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ দাবি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

বন্যাদুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে ৫০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়ে প্লাবিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে আরও বলেন, ভারত থেকে আসা ঢলের পানি ও টানা বর্ষণে নগরীসহ সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় কুড়িগ্রাম, জামালপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বানের পানির স্রোতে গবাদি পশু, বাড়ি-ঘর সব কিছু ভেসে যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

এ দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা পাশাপাশি প্রয়োজনে সামরিক হেলিকপ্টার ব্যবহার করতে হবে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর