রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভারত পানি আগ্রাসন চালাচ্ছে

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি আগ্রাসন চালাচ্ছে। উজানের ৫৪টি নদীর সঙ্গে বাংলাদেশের নদীগুলোর সম্পর্ক। যখন পানির প্রয়োজন হয় তখন আমাদের শুকিয়ে মারে। যখন পানির প্রয়োজন নেই তখন ডুবিয়ে মারে তারা। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে জবাই হতে হবে এটা মানবাধিকার বিরোধী। আগে দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে হবে।

ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবিতে গতকাল দলের উদ্যোগে রাজধানীতে বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। পীর সাহেবের নেতৃত্বে গণমিছিল কাকরাইল মোড় হয়ে শান্তিনগর পৌঁছলে পুলিশের বাধার মুখে মিছিলের কার্যক্রম মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আবদুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর