শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

জাবি কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন

তিন মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

গত ৫ জুন সাভারে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন সাবেক শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন নিহতদের সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘটনার দেড় মাসেও গ্রেফতার হয়নি দোষী ব্যক্তি। লাইসেন্সবিহীন অদক্ষ চালক বাসটি চালাচ্ছিল। সে গাড়ির লাইসেন্স এবং ফিটনেস প্রায় সাত বছর আগেই মেয়াদোত্তীর্ণ। বক্তারা দোষী বাস মালিককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শিক্ষার্থীদের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। ৫ জুন সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের তিন বৈজ্ঞানিক কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পূজা সরকার, ড. মো. আরিফুজ্জামান ও ফারহানা নিপা নিহত হন।

মানববন্ধনে অংশ নেন সমাজসেবক হাসান মঞ্জুর, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক বদরুন নাহার, ভূতাত্ত্বিক বিভাগের চেয়ারম্যান সাখওয়াত হোসেন প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর