শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

খুলনায় শহরজুড়ে জনদুর্ভোগ বিশাল বাজেট তামাশা

সংবাদ সম্মেলনে দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন ঘোষিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটকে সরকারি অনুদাননির্ভর ও উচ্চাভিলাষী অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে শহরজুড়ে রাস্তাঘাটের বেহালদশা, জলাবদ্ধতা ও জনদুর্ভোগের মাঝে ৮৬১ কোটি টাকার বিশাল এ বাজেট জনগণের সঙ্গে তামাশা করার মতোই। গতকাল খুলনার কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেসিসি বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা এসব কথা বলেন। নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, বাজেটে মাত্র ১৯২ কোটি টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ রয়েছে। বাকি সম্পূর্ণ টাকা সরকারি অনুদাননির্ভর। তিনি শহরজুড়ে রাস্তাঘাটে জনদুর্ভোগের চিত্র উল্লেখ করে বলেন, কোনো কারণে সরকার টাকা দিতে ব্যর্থ হলে কেসিসির বাজেট অকার্যকর হবে। তা কেবল ঘোষণাই থাকবে। কোনো কাজে আসবে না।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবর রহমান, বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর