শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ, জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সোনারগাঁও টেক্সটাইলসহ সব কারখানায় ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, শ্রমিক হয়রানি বন্ধ, ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ এবং যুগোপযোগী বেতন স্কেলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক আবদুল মানিক হাওলাদার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাদের বরখাস্ত করা হচ্ছে, হুমকিসহ বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে। এদিকে সমাবেশের আগে ফকির বাড়ি বাসদ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা।

এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী অবরোধের পর পুলিশ তাদের সরিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর