শিরোনাম
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কৃষিগুচ্ছের ফল নিয়ে অসন্তোষ ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি

শেকৃবি প্রতিনিধি

কৃষিবিজ্ঞান বিষয়ক ডিগ্রি প্রদানকারী আট বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রকাশ ও ভর্তি কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে। গতকাল মেধা তালিকায় স্থান না পাওয়া ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভর্তিচ্ছুদের কাছ থেকে শেকৃবি প্রক্টর ড. মো. হারুন উর-রশিদ স্মারকলিপিটি গ্রহণ করেন। উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে ফলাফল প্রকাশিত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা যায়। এরই ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হয়ে শতাধিক শিক্ষার্থী শেকৃবিতে মিলিত হয়ে সকালে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পরীক্ষার প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কীভাবে হিসাব করা হয়েছে সেটি খোলাসা করেনি ভর্তি কমিটি এমন অভিযোগ তুলে স্মারকলিপিতে যোগ্য মেধাবীদের সুযোগ দেওয়া ও ফলাফল যাচাইকরণে চারটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করতে হবে, পরীক্ষার ফলাফল নির্ণয়ে কোনো ত্রুটি আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট পেশ করতে হবে; বর্তমানে চলমান ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হবে কিংবা সময় বাড়িয়ে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর