বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর অবস্থান নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এর মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দুই সিটি করপোরেশন ও ৩৫ পৌরসভার নিয়ন্ত্রণে থাকা ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া বকেয়া পরিশোধ না করে নিয়মবহির্ভূত যারা বিচ্ছিন্ন সংযোগ জোড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের ২৬ কোটি ৯ লাখ ও বরিশাল সিটি করপোরেশনের ৪৮ কোটি ৮৯ লাখসহ মোট ৩৭ প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া ছিল ১৬৫ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে ৩৫ পৌরসভার কাছে বকেয়া প্রায় ৯০ কোটি টাকা। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, বিদ্যুৎ আইন, ২০১৮-এর ১৮(১) ধারা অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়ে নোটিস দেওয়া হয়েছিল। এর মধ্যে ৩ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া আদায় হয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করায় সিটি করপোরেশন ও পৌরসভার ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. মোস্তাফিজুর রহমান জানান, নোটিস পাওয়ার পর খুলনা সিটি করপোরেশন বকেয়া ২৫ লাখ টাকা জমা দিয়েছে। ৩০ জুনের আগে আরও ৫০ লাখ টাকা দেয় কেসিসি। পটুয়াখালী পৌরসভা ২৫ লাখ টাকা জমা দিয়েছে। বকেয়া সমুদয় টাকা জমা দিয়েছে ঝালকাঠি ও ঝিনাইদহ পৌরসভা। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভার সঙ্গে ওজোপাডিকোর জমি ইজারা নিয়ে লেনদেন রয়েছে। তারা কিছু টাকা ওজোপাডিকোর কাছে পাবে। ওজোপাডিকো বিদ্যুৎ বিলের টাকা তাদের কাছে পাবে। বরিশাল সিটি করপোরেশন ও যশোর পৌরসভার কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, জুলাই পর্যন্ত ৩৫ পৌরসভার মধ্যে যশোরে সবচেয়ে বেশি ১৯ কোটি ৫৫ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া। এ ছাড়া সাতক্ষীরা পৌরসভা ১০ কোটি ২৯ লাখ, পটুয়াখালী পৌরসভা ৮ কোটি ৩৬ লাখ, ভোলা পৌরসভা ৬ কোটি ৪৫ লাখ, বাগেরহাট পৌরসভা ৪ কোটি ৪৫ লাখ, পিরোজপুর পৌরসভা ৩ কোটি ৩৮ লাখ ও বরগুনা পৌরসভার ২ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া রয়েছে। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বকেয়া পরিশোধ না করেই আইন ভেঙে কয়েকটি সংযোগ লাইনে জোড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ঘটনাসহ অনাকাক্সিক্ষত পরিস্থিতির শঙ্কা রয়েছে। ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বাণিজ্যিক) মো. রোকনউজ্জামান বলেন, ‘এ ক্ষেত্রে দায়ভার নেবে না বিদ্যুৎ বিভাগ। বকেয়া বিল পরিশোধ না করে নিয়মবহির্ভূত সংযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বিদ্যুৎ বিল বকেয়ায় দুই সিটি ও ৩৫ পৌরসভার ৭৫ সংযোগ বিচ্ছিন্ন
হার্ডলাইনে খুলনা ওজোপাডিকো
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর