বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কঠোর অবস্থান নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এর মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দুই সিটি করপোরেশন ও ৩৫ পৌরসভার নিয়ন্ত্রণে থাকা ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া বকেয়া পরিশোধ না করে নিয়মবহির্ভূত যারা বিচ্ছিন্ন সংযোগ জোড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের ২৬ কোটি ৯ লাখ ও বরিশাল সিটি করপোরেশনের ৪৮ কোটি ৮৯ লাখসহ মোট ৩৭ প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া ছিল ১৬৫ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে ৩৫ পৌরসভার কাছে বকেয়া প্রায় ৯০ কোটি টাকা। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, বিদ্যুৎ আইন, ২০১৮-এর ১৮(১) ধারা অনুযায়ী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিয়ে নোটিস দেওয়া হয়েছিল। এর মধ্যে ৩ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া আদায় হয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করায় সিটি করপোরেশন ও পৌরসভার ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. মোস্তাফিজুর রহমান জানান, নোটিস পাওয়ার পর খুলনা সিটি করপোরেশন বকেয়া ২৫ লাখ টাকা জমা দিয়েছে। ৩০ জুনের আগে আরও ৫০ লাখ টাকা দেয় কেসিসি। পটুয়াখালী পৌরসভা ২৫ লাখ টাকা জমা দিয়েছে। বকেয়া সমুদয় টাকা জমা দিয়েছে ঝালকাঠি ও ঝিনাইদহ পৌরসভা। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভার সঙ্গে ওজোপাডিকোর জমি ইজারা নিয়ে লেনদেন রয়েছে। তারা কিছু টাকা ওজোপাডিকোর কাছে পাবে। ওজোপাডিকো বিদ্যুৎ বিলের টাকা তাদের কাছে পাবে। বরিশাল সিটি করপোরেশন ও যশোর পৌরসভার কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, জুলাই পর্যন্ত ৩৫ পৌরসভার মধ্যে যশোরে সবচেয়ে বেশি ১৯ কোটি ৫৫ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া। এ ছাড়া সাতক্ষীরা পৌরসভা ১০ কোটি ২৯ লাখ, পটুয়াখালী পৌরসভা ৮ কোটি ৩৬ লাখ, ভোলা পৌরসভা ৬ কোটি ৪৫ লাখ, বাগেরহাট পৌরসভা ৪ কোটি ৪৫ লাখ, পিরোজপুর পৌরসভা ৩ কোটি ৩৮ লাখ ও বরগুনা পৌরসভার ২ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া রয়েছে। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বকেয়া পরিশোধ না করেই আইন ভেঙে কয়েকটি সংযোগ লাইনে জোড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ঘটনাসহ অনাকাক্সিক্ষত পরিস্থিতির শঙ্কা রয়েছে। ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বাণিজ্যিক) মো. রোকনউজ্জামান বলেন, ‘এ ক্ষেত্রে দায়ভার নেবে না বিদ্যুৎ বিভাগ। বকেয়া বিল পরিশোধ না করে নিয়মবহির্ভূত সংযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
বিদ্যুৎ বিল বকেয়ায় দুই সিটি ও ৩৫ পৌরসভার ৭৫ সংযোগ বিচ্ছিন্ন
হার্ডলাইনে খুলনা ওজোপাডিকো
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর