জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত তিন শান্তিরক্ষীকে গতকাল সামরিক মর্যাদায় তাদের গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে। এর আগে সকালে শান্তিরক্ষীদের নামাজে জানাজা ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান নিহত শান্তিরক্ষীদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনানিবাসে জানাজা শেষে সেনা সদস্যদের লাশ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে তাদের গ্রামে (ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও নীলফামারী) পাঠানো হয় এবং সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আভিযানিক কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীরা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হন। তাদের লাশ ১৪ অক্টোবর ঢাকায় এসে পৌঁছায়। উল্লেখ্য, এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২৯ জন বাংলাদেশের সেনা সদস্য প্রাণ বিসর্জন দিয়ে স্মৃতিতে অম্লান হয়ে আছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- নীলফামারী : সৈনিক জাহাঙ্গীর আলমের (২৬) লাশ নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে তার বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সাড়ে ১২টায় বাড়িসংলগ্ন মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তারপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সিরাজগঞ্জ : নিহত সৈনিক শরীফ হোসেনের লাশ গতকাল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ গ্রামের বাড়ি বেড়া খারুয়া কবরস্থানে সমাহিত করা হয়েছে। সেনা সদস্যদের কাছ থেকে সেনাবাহিনী ও জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে নিহত শরীফের বাড়িতে লাশ গ্রহণ করেন তার বাবা লেবু তালুকদার। এ সময় তার স্ত্রী, মা, ভাই, বোনসহ স্বজনরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। নামাজে জানাজা শেষে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। ব্রাহ্মণবাড়িয়া : নিহত সৈনিক জসিম উদ্দিনের লাশ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামে তার নিজ বাড়িতে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত জসিমের বড় ভাই জুলহাস মিয়া জানান, তিনি এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা গাজী মো. আবদুন নূর সকালে ঢাকা ক্যান্টনমেন্টে জসিমের লাশ গ্রহণ করেন। সেনা সদস্যদের তত্ত্বাবধানে দুপুরে জসিমের লাশ বাড়িতে পৌঁছলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। গ্রামে দাফনের আগে কুমিল্লা সেনানিবাসে জসিমের লাশবাহী কফিনে ১৭ সদস্যের একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শিরোনাম
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
সেনা সদরে জানাজা ও শ্রদ্ধা নিবেদন
তিন শান্তিরক্ষীর দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর