মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১৫ তলা পাবলিক হল, আধুনিক কসাইখানা হচ্ছে খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা শিববাড়ি মোড়ে ভেঙে ফেলা পুরনো পাবলিক হলের স্থলে নতুন ১৫ তলাবিশিষ্ট পাবলিক হল নির্মাণ করবে সিটি করপোরেশন। কেসিসির ১৭তম সাধারণ সভায় গতকাল এ সিদ্ধান্ত হয়। নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

জানা যায়, ১৯৯২ সালে ২৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় পাবলিক হলের। দ্বিতল গ্যালারি বিশিষ্ট মিলনায়তন, আধুনিক সুবিধা সংবলিত এ ভবনটি ছিল খুলনার সভা-সমাবেশ, নাটকসহ সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। তবে ২০১০ সালে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ১২ বছর চলতি বছরের শুরুতে পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলা হয়। জানা যায়, এ স্থানে বহুতল সিটি সেন্টার নির্মাণের জন্য ২০১২ সালে পরিকল্পনা নেওয়া হয়। প্রায় ৩১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে।

এদিকে আরও প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে খুলনায় নির্মাণ হচ্ছে আধুনিক কসাইখানা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘লাইভস্টোক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টে এ কসাইখানা নির্মাণ হবে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাজবাধে সিটি করপোরেশনের ১০০ একর জমির ওপর ‘সেমি মডার্ন অটো স্লোটার হাউস’ নির্মাণ হবে। আধুনিক কসাইখানায় পশু জবাইয়ের পর হাতের স্পর্শ ছাড়াই পশুর মাংস প্রক্রিয়াকরণ করা হবে। সেখানে আধুনিক যন্ত্রপাতি, বর্জ্য পরিশোধন ব্যবস্থা, পশুর বিশ্রামাগার, পশু জবেহ পূর্ব পরীক্ষণ কক্ষ, পশু জবেহ পরবর্তী পরীক্ষণ কক্ষ, দায়িত্বপ্রাপ্তদের কক্ষসহ বিভিন্ন সুবিধা থাকবে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। নগরজুড়ে এখন উন্নয়ন কাজ চলছে। গুণগতমান বজায় রেখে সঠিক সময়ে এসব কাজ শেষ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর